তিনফুট দুরত্বে
রেবেকা রহমান
শান্তি নয়, স্বস্তি নয়
বুকের ভিতর এক অন্ধকার
খাঁ খাঁ করে!
তীব্র তাড়না নিয়ে এ জীবন বপন
তিনফুট দুরত্ব নিয়ে দাঁড়িয়ে আমাদেরপৃথিবী!!
শরীরে মাটির গন্ধ নাই
শরীরে জলের স্বাদ নাই
স্বপ্ন নাই, বোধ নাই
তবুও লিখে যেতে হবেই,
এ দিন রাত্রি যাপন
তাই
অগাধ অবসাদে , একাকার উদাসী বাউল
লিখে যায় নীলিমার গায়ে
বুনোহাঁস, সাদা মেঘ, নিস্তরংগ নদী, স্থবিরতা, ধুসর —-
মৃত্যুর মুখগুলো মুছে গেলে, ভেসে আসে…..
মাঠের ওপাড়ায় নিড়ে ফিরা পাখালির ডাক