জলছবি
অনিতা পান্ডে।
তোমাকে দেখতে চাই
এ আঁখির তৃষ্ণা নিবারনে,
আসো যদি চুপি চুপি এক পা দু পা ফেলে
আমরা যাবো শীত সকালে শিশির অন্বেষণে।
যাচ্ছি না হয় আরো একটু ক্রোশ দূরে,
ত্রিতাপজ্বালা ছেদন করে মনের অম্তঃপূরে।।
কষ্টগুলি উড়িয়ে দিবো একগাল হেসে।
স্বপ্নগুলি এঁকে সাজাই মনের কার্নিশে।
কাল কিন্তু আমাদের দেখা হচ্ছে
বেলস পার্কের উঁচু ঐ কৃষ্ণচূড়ার তলে,
ঋতুবতী প্রকৃতি হাসবে প্রাণের উল্লাসে।
মাঘের এখন শীতের দাপট
মরার ককিল কেনো গালফুলিয়ে ডাকে!
অপেক্ষায় আছে বসন্ত বিলাসী
ভাবনায় তার মন উদাসী।
ক্ষনেক কাঁদে হাসে।
মন ছুটে যায় অচেনা এক অতৃপ্ত টানে,
জলছবির ক্যানভাসে।