আলোর ঘর
শিখা গুহ রায়
কথিত আছে নীল কষ্টের রং
নীলাবো এই আলমারির দরজা
এখনো হাট করে খোলা।
একটুকরো সাদা কাগজ
পরে আছে টেবিলের উপরে
লিখে যাই কষ্টের দুটো কথা।
অচেনা ঋতুর কথা
সেখানে আজও লেগে আছে
অশ্রু ভেজা জলছাপ শব্দ ।
আর সেখানে
একটুকরো কাপড় মুড়িয়ে পাখিটি
ঘুমিয়ে পড়েছে মাটির ঘরে
ঝরা ফুলের গন্ধ শুঁকে।
অথচ রাতের পথগুলো
একদিন বিশ্বাসের ডানায়
ভেসে চলতো ডানা মেলে
সেখানে কি ভুল ছিল?
তবে কেনো, মেঘ ঢেকে দিলো
আমার সাজানো আলোর ঘর।
শুধু পরে আছে
অগোছালো জীবন কাহিনী।




















