বর্ণিল_বোশেখ
নাসরীণ জাহান রীণা
চৈত্রের দাবদাহে পুড়েছি কত বসন্ত
লাল বোশেখের আশে,
বর্ণিল বোশেখ এলো আর গেলো
রক্তরঙ মিললো না শেষে।
তৃষিত আঁখি যেনো গনগনে গ্রীষ্ম
ফাটে হৃদিও চৌচির,
চাতক তিয়াসে মাতে বারি পিয়াসে
মিলতো যদি একটু নীর।
রক্তিম বসন অঙ্গে না জড়িলো
হাতেও না লাল চুড়ি,
কালবৈশাখীটা তাণ্ডব না দেখালো
হৃদি রইলো নিশ্চুপ পড়ি।
আজো উথলিয়ে উঠলোনা অন্তর
বোশেখের রঙে রঙে,
চুপিচুপি আজো প্রখরতায়ই পুড়ি
কবে যে নীরবতা ভাঙ্গে।