কলমযোদ্ধা-লিলি জেসমিন এর লিখা কবিতা“একজন তোকে বলছি”

450
কলমযোদ্ধা- লিলি জেসমিন এর লিখা কবিতা “একজন তোকে বলছি ”

একজন তোকে বলছি

লিলি জেসমিন

**********

কি হবে আর হিসাব করে
যে যাবার সে যাকনা চলে,
মিথ্যে হিসেবের খাতা খুলে
জীবন গেল রসাতলে।

ভালবাসা কোন কালে
তোর আমার ছিল না রে
মিথ্যে মোহ মায়ার জালে
অনেক তো দিন গেলোই চলে।

মুখে মুখে কতোই বলিস
তুই আমাকে পেয়ে গেছিস
নতুন মুখে না যাবি আর
ভালবাসার এই অভিলাষ।

আসলেই তুই মিথ্যে বলিস
নিত্য নতুন বন্ধু খুঁজিস
এই আমাকে আড়াল রেখে
নতুন মুখে হারাস নিজেকে।

তুই কি ভাবিস এই আমি তার
কিছুই কি বুঝিনা তার
চুপ থাকি বলে ভাবিস নারে
বুঝিনা তোর ছলচাতুরী।

নীরব থাকার যন্ত্রণা যে
এই বুকেতে রেখেছি পুষে
আরে বোকা কেনো বুজিস নারে
ভালবাসা যত্নে বাড়ে।

তুই কি ভাবিস সবাই তোরে
বড্ড বেশী ভালবাসে
এই জগৎ টা চিনবি ওরে
যেদিন আমি থাকবো নারে।

স্বার্থ ছাড়া এখানে কেউ
সত্যি ভালবাসে নারে
নিঃস্বার্থ এই আমারে
সঠিক মূল্যায়ন করলি নারে।

মুখে বলে কি-ই বা হবে
কপালে তোরে সইলো না যে
ইচ্ছে ছিল মনে প্রানে
তোর মত করেই ভালবাসতে তোরে।

মানিস নাতো তুই তো আবার
সত্যি ভালবাসার কদর
ভালবাসা ভালবাসে তারে
ভালবেসে ভালবাসায় বেঁধে যে রাখে।

সবকিছুই তুচ্ছ করে
মিথ্যে মোহের ঘোরে রইলি পড়ে
দুইদিনের এই ছোট্ট জীবনে
কি-ই বা পেলি কার কাছেতে।

বিলাসিতা ভরা মানুষের মাঝে
সুখ খুঁজে বেড়াস অকাতরে
আরে পাগোল এরা ভোগ বিলাসী
দুর্দিনে থাকবে না রে।

যতক্ষণ পারবি দিতে, ততক্ষণ থাকবে সাথে
না পারবি যেই না দিতে
দেখবি তখন আগুন জ্বলে কি যে
আমাকে পেয়ে সরল সোজা
দিনের পর দিন, দিয়ে গেলি ধোঁকা।

আমি না হয় ভালবেসে
তোর সব অবহেলা নিলাম মেনে
মনে রাখিস আমার মত
কেউ এতোটা নয়রে বোকা।

বোকা আছি বলেই আমি
সত্যি ভালবাসতে জানি
যে ভালবাসার প্রকৃত মূল্যায়ন
আজ তুই বুজলি নারে।

বুজবি সেদিন যেদিন আমি
তোর জীবনে থাকবো নারে।

মনে অনেক ব্যথা নিয়ে
এই আমি যাচ্ছি চলে
ভাবিস নারে কোন ভুলে
আর কখনো আসবো ফিরে।

মনে রাখিস তোর শহরে
কোন একদিন দেখা হতেও পারে
ভাবিস না সেদিন একা থাকবো আমি
কেউ তো থাকবে আমার সাথে।

যে আমারে নিঃস্বার্থ ভাবেই
অকাতরে নীরবে যাচ্ছে চেয়ে
তার অগাধ ধৈর্যের কাছে
আজ আমি নিজেই হারিয়েছি নিজেকে।

তার জন্য কৃতজ্ঞতা অশেষ তোকে
তোর এই অবহেলার কারণে,
আজ আমি আবিষ্কার
করতে পেরেছি তাকে।

অনেক কিছুই বলে গেলাম
কিছুই মনে রাখিস নারে
ভালো থাকার জন্যে তো তুই
এই আমাকে করলি হেলা।

তাই তো তোকে যাচ্ছি বলে
সব মানুষ আমি নারে
বুঝে সুজে মানিয়ে চলিস
নইলে জীবন হবে যে বিষ।

এক জীবনের শত অবহেলা
না হোক যেন তোর সারাবেলা
এক আকাশ বেদনা নিয়ে এ বুকে
অভিশাপ দিয়ে গেলাম তোকে।

তুই ভালো থাকিস খুব ভালো থাকিস
তোর ভালো লাগার ভুবন জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here