সভ্যতা গড়ার অন্যতম সারথি ওপার বাংলার- সোনালী মিত্র’র কবিতা “নির্মোক”

789
সোনালী মিত্র’র কবিতা “নির্মোক”

নির্মোক
সোনালী মিত্র

আজকাল মৃত্যুর খবর মনকে নাড়া দেয়না।
প্রতিদিন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে একটা ধূসর সকাল
বিষন্ন দুপুর আর নীরব রাত্রি।

মাটিও বুঝে গেছে চারা গাছের বিস্তার হচ্ছে তার বুকে,
আছড়ে পড়ছে অনেক কান্নার ঢেউ ।
অথচ সেই আওয়াজ পায়না চোখ মুখ বাঁধা বধির সভ্য সমাজ।
মৃত্যু নিশ্চিত, বেঁচে থাকা যে অনিশ্চিত এখন।

সকাল থেকে একটা পাখি ডেকে চলেছে
ওর কর্কশ আওয়াজে আগুন ঝরছে।
মেকি সমাজের দিকে তাকিয়ে পাখিটাও বুঝে গেছে এখানে মৃত্যুরা ফসল ফলায়।
নির্মোকের ভিতরে বিষাক্ত সরীসৃপের বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here