বাবা দিবসে হামিদা আনজুমান’র কবিতা “বাবা মানে”

439
বাবা দিবসে হামিদা আনজুমান’র কবিতা “বাবা মানে”

বাবা মানে
হামিদা আনজুমান

বাবা মানে দুটো আঙুল, হাঁটতে শেখার গান
বাবা আমার জীবন জুড়ে দুঃখ জয়ের তান।
বাবা ছিলেন বটবৃক্ষ সুশীতল এক ছায়া
বাবা আপনি আমার জন্য এক সমুদ্র মায়া।

বাবা মানে চাওয়া পাওয়ার ভরসা অতল
আমার সুখে আমার দুঃখে তার দুচোখে জল।
বাবা আমার জগত জুড়ে ভালোবাসার নাম
বাবা জাননু আপনার তরে হয়না কভু দাম।

বাবা হলেন ছাতা এবং বাবা বাসেন ভালো
আঁধার রাতে জ্বালান বাতি দেখান পথে আলো।
দুহাত তুলি আল্লাহ, যেনো দোয়া কবুল হয়
আমার বাবা পরপারে বেহেশতবাসী রয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here