অঙ্কটা মাথায় ঢোকে না
শুক্লা ভৌমিক
অঙ্কটা বড্ড কঠিন, মাথায় ঢোকে না।
তাই ঐ বস্তুটাকে সহ্যই হয় না !
বলল সবাই -” দুনিয়াতে চলবি কেমন করে ?
তাই অঙ্কটা এখন থেকে শেখ ভালো করে!”
ভালো না লাগলেও কষ্টকরে শিখলাম আগেভাগে ।
কিন্তু দেখলাম চলতে গেলে অন্য অঙ্কও লাগে ।
সে এতই জটিল গণনা, যা কিছুতেই মেলেনা ।
কারণ-ছদ্দবেশী লাভ-ক্ষতির গণিতে সরল এর ফর্মুলা খাটে না ।
দাঁড়িপাল্লার কাটায় মেপে, চলতে হবে সব সময় ।
হবে ওজন বুঝে আন্তরিকতা, যা এ যুগেতেই সম্ভব হয়।
যতই মেলাতে যাই হিসাব,ততই জটিল হয় ।
এই অঙ্কের নিয়ম জানা, আমার কম্ম নয়।
আমি ভালবাসি সবুজ পৃথিবী, পাখির গানে ভরা।
মাখব যেথায় স্নিগ্ধ শিশির, মিষ্টি আদরে গড়া।
বৃষ্টিভেজা রামধনু মেখে প্রজাপতিটার ডানা,
বাতাসে ছড়াবে খুশির আবির, করবে না কেউ মানা।
যেথায় খিলখিলিয়ে হাসলে ফুলেরা, গ্লানি সব যায় ঘুচে।
লুটোপুটি খেলে খাস গালিচায়, মনে হবে সব জটিলতা মিছে ।
স্বচ্ছ-সরল নিসর্গের ছবি দ্যাখে মনের আয়না।
তাইতো এমন জটিল অঙ্ক আজও শেখা হলো না ।