” সন্ধিক্ষণে”
শর্মিষ্ঠা ভট্টাচার্য্যি
জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে,
এসো আজ এক হই, ভালোবাসা বিলিয়ে–
দুদিনের এই ভবলীলায়, এই আছি–
হয়তো থাকবো না একটু পরেই,
তবুও কেন এত দর কষাকষি?
কে বড় ? কে ই বা ছোট? কে ধনী,কে দরিদ্র?
ঐশ্বর্য,প্রাচুর্যে ও সুখের হাহাকার–
ফুটো চাল, অনাহারে ও চাঁদের বাহার!
মৃত্যু সে তো অমোঘ সত্য!
কেন তবু এত দুঃখ নিত্য?
সবার দুঃখের সাথী হয়ে,
আনন্দের হাটে থাকবো সুখে,
জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে।।
২০/৭/২০২১ইং
কোলকাতা