ভারত থেকে এর বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-মৌসুমী করের কবিতা“মাঝে মাঝে”

449
ভারত এর বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি- মৌসুমী করের কবিতা“মাঝে মাঝে”

মাঝে মাঝে

      মৌসুমী কর 

মাঝে মাঝে সন্ধ্যাবেলায়
চাঁদ এসে ঢু মেরে যায়
আমার ব্যালকনিতে …
মিহি সূঁই দিয়ে হাজারবার
সেলাই করা আমার
নকশিকাঁথা জীবনে
একটা স্বস্তির হাওয়া বয়ে যায় …
মাঝে মাঝে ঝিম ধরা রাতে
অবিন্যস্ত কিছু ইচ্ছেরা
দখল করে নেয়
আমার সমস্ত আকাশ….
মনে হয় কর্পোরেট দুনিয়ার
মধ্য দিয়ে বয়ে যাওয়া স্ফটিকের
মতো স্বচ্ছ নির্মল একটা নদী …
আমার বুকের বাঁ দিকের জমিটায়
একটু একটু করে
তোমার দখলদারি বেড়েই চলেছে
এ যেনো প্রেম আর শোষনের সহাবস্থান ..
তবে সেটা মাঝে মাঝে নয়
প্রতিদিন প্রতি মূহুর্তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here