শুভ চিন্তার শুভ ভাবনার কবি-রহিমা আক্তার রীমার ভিন্নমাত্রার কবিতা“আমার মতো আমি”

315
রহিমা আক্তার রীমার ভিন্নমাত্রার কবিতা“আমার মতো আমি”

আমার মতো আমি
রহিমা আক্তার রীমা

আমি কারো প্রিয় হয়ে ওঠতে পারিনি যদিও
সবাই বলে আমি মানুষ হিসেবে খারাপ না
কিন্তু সবার স্বার্থ রক্ষায় টান পড়লে
আমি তখন আর ভালো না।

আমি কারো হৃদয়ে স্থায়ীভাবে বসত গড়তে পারিনি
অনেকে প্রাণপণ ভালোবাসে আমায় ছেড়ে যাবে না
কিন্তু যখন তাদের অন্যায় আবদারের কাছে নত নই
তখন আর আমার পাশে তারা থাকে না।

আমি কারো মন বুঝে দীর্ঘদিন একসাথে
পথ চলতে পারি না
কারণ যখন দেখি পথচলায় একতরফা দিয়ে যাবো
বিনিময়ে পাবো শুধুই প্রতারণা।

আমি কারো প্রতিবেশী হয়ে মিথ্যা ছলনায়
গলায় গলায় পিরিত করি না
আমি আমার নীতি-আদর্শে অটল থাকি
তাই কারো সাথে আমার মিলে না।

আমি কারো অহংকার ও প্রতিহিংসার কাছে
নিজেকে জলাঞ্জলি দেই না
সৎ থাকতে হলে যদিও সবাই চলে যায়
এ নিয়ে আমি ভাবি না।

আমি কারো অযাচিত দুঃখ ও কষ্টের কারণ হতে কোনদিন বা কখনোই চাই না
যদিও বিপদে পাশে দাঁড়াই তবে স্বেচ্ছায় বিপদে
নিজেকে কোনদিন জড়াই না।

আমি কারো অন্যায় হুমকি-ধমকিতে
মৃত্যুকেও ডরাই না
আমি কেবলি আমার মতো
অন্যেরা আমার মতো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here