কলমযোদ্ধা-নাসরিন জাহান মাধুরীর বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কবিতায় শ্রদ্ধাঞ্জলী “বঙ্গবন্ধু”

345
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কবিতায় শ্রদ্ধাঞ্জলী “বঙ্গবন্ধু”

বঙ্গবন্ধু
নাসরিন জাহান মাধুরী

শ্রাবণের ধারায় মিলেমিশে
বয়ে যায় রক্তগঙ্গা
রক্তে ভেসে যায় স্বদেশ আমার
পিতৃরক্তে ভেসে যায় স্বদেশ আমার

যে পিতা স্বপ্নের বীজ বুনেছিলো স্বাধীনতার
এনে দিয়েছিলো স্বাধীনতার সোনালি সকাল
তাঁকে হত্যা করে পৈশাচিক উন্মত্ততায় মেতেছিলো যারা..
তারা জানেনি অমর অজর বঙ্গবন্ধু
হাজার বছর ধরে বুনে যাবে স্বপ্নের বীজ
বাঙালি হৃদয়ে..
তাঁর হৃদয় ছিলো এই বাংলা
উজ্জীবিত চির তরুণ চির যুবা
তাকে মুছে ফেলা যায় না
বাংলার মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে যেই নাম
সেই নাম বঙ্গবন্ধু…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here