রঙে আঁকা ভোর
জেসমিন জাহান
আঁধারিয়া রাত হয় ভোর
খুলে যায় ঝলমলে দোর
প্রতিক্ষার পালা হয় শেষ
রেখে যায় আনন্দ রেশ
অমানিশা ওই যায় চলে
স্বর্ণালী দীপশিখা জ্বলে
অনন্ত গহীনে পাতি কান
হয়ে আছো আকাশ সমান
নিভাঁজ ললাটে কারুকাজ
ধরাতলে এসেছিলে আজ
সুষমা মোহিত চাঁদ মুখ
জীবনের সবচেয়ে সুখ
যত মায়া মিশে থাক ক্ষণে
ঐশীগুণে পূর্ণ হোক মনে
সমুজ্জ্বল জীবনের চাওয়া
সবটুকু হয় যেনো পাওয়া
আত্মার স্পন্দনে মাতি
সত্য খুঁজো দু’চোখ পাতি
পথচলা নয় সোজা জেনো
প্রতি বাঁকে শুদ্ধতা মেনো
আলো মেখে সম্ভাবনা প্রাণ
দেবে ধরা অসীম এক দান।