কলমযোদ্ধা-কমলিকা দত্তের আবেগোত্থিত অনুভূতি,উপলব্ধির কবিতা“তাকালে কিচ্ছু নেই ”

375
কমলিকা দত্তের আবেগোত্থিত অনুভূতি, উপলব্ধির কবিতা “তাকালে কিচ্ছু নেই ”

“তাকালে কিচ্ছু নেই –“
কমলিকা দত্ত

ধরো…
একখানা মাঠ–
যদি সীমাহীনতায় বিস্তৃতি দিতে চাও,
ধার বরাবর টানো—
টানতে টানতে সবুজ ঘাসেরা সীমানা পেরিয়ে গেলে,
কোনো এক কোনে একখানা গাছ আঁকো–
আকাশের গায়ে মুক্ত পালক ওড়াতে চাইলে ওড়াও
ইচ্ছে করলে, ঝিরঝির করে বৃষ্টি নামিয়ে দাও
একটা কি দুটো জোনাক ভানুকে ডাকো…

এরপর তুমি আটচালা বেঁধে ছাউনি তৈরি ক’রে
কিছুটা সময় কাটাতেও পারো নিকোনো দালানটাতে,
তোমারই বানানো — তোমারই মনের মত
তুমিও অংশবিশেষ — যা, যা, কিছু ক্রমশ দৃশ্যায়িত…
যতটা তোমার দৃষ্টির বেড়াজালে;
বেড়া টপকালে তার চেয়ে অনেক বেশি…
তুমি দেখলেই সব আছে… তুমি তাকালে কিচ্ছু নেই।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here