তোমাকে পাই নি বলে
দিলরুবা বেগম
তোমাকে পাইনি বলে দুঃখিত নই আমি,
নিয়তি না হয় আমায় নিয়ে করলো তামাশা!
ভালোবাসাহীন কেঁটে গেছে কত কদমের ঘ্রাণ
আহত আষাঢ়,
তুমিহীন কেটে গেছে পলাশ আর পাতা ঝরা কত ফাগুনের রাত।
শূন্য হাতে তোমাকে ছোবার মায়াবী নেশায় ঘুরেছি কেবল কত যে পথ?
তুমি তো পৈত্রিক বসতবাড়ির মতো
আমি আসার আগেই ভাগ বাটোয়ারা হয়ে গেছো!!
তোমার বুকের উপর কত শত আইল!
ঠিক যেন এক একটা চীনের প্রাচীর,
আইলে প্রাচীরে ভরেছে তৃষ্ণা, কামনা, বাসনা বিলাসিতা।
সেই তোমার কাছে কি করে প্রেম, ভালোবাসা চাই?
কি হাস্যকর তাই না!
ভালোবেসে কষ্ট পেয়ে এবার না হয় নষ্ট হলাম,
এই আমি
বিষাদ অনলে পুড়ে পুড়ে সবটা হৃদয় গহীনে স্হাপিত হলো না হয় একটা জীবন্ত মূর্তি!