জীবন ও প্রকৃতি!
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
ঝরে যাওয়া পাতা সরিয়ে প্রেম খুঁজি
শুষ্ক পাতার বুকে খুঁজি সবুজের গন্ধ।
কৈশোর থেকে তারুণ্য কাটে বাতাসের দোলায়
যৌবনে স্বপ্ন নিয়ে ছুটি মাইলের পর মাইল,
অজান্তে ক্ষয়ে আসে আয়ুষ্কাল।
কানপেতে শুনি মৃত্তিকার ডাক
নীরবে- নিভৃতে বিলীন হয়ে যায়
অনাগত ভাবনার মেলে দেওয়া কুঁড়ি।
সবুজ তৃণ আর শুষ্কপত্র পাশাপাশি
ঝরে যাওয়া পত্রের মর্মর ধ্বনি
শোনায় জীবনের মর্মকথা!
ঝরে যাওয়া পাতা সরিয়ে প্রেম খুঁজি
শুষ্ক পাতার বুকে খুঁজি সবুজের গন্ধ।