বাংলা সাহিত্যের অন্যতম সারথি-রুকসানা হকের কবিতা“নিমগ্নতা”

285
রুকসানা হকের কবিতা “নিমগ্নতা”

নিমগ্নতা
রুকসানা হক


যে এসেছিল তার বাহুর নগ্নতা বেয়ে আমি চিলেকোঠা পর্যন্ত সঙ্গ দিয়েছিলাম
আমার সিঁড়িভাঙ্গা পথের দেয়ালে ছিল কাজল চাহনি
বোতামের কৌশল পেরিয়ে সে চলে গেলো গ্লাসের ভেতর।
রাত ডুবে যাচ্ছিল জানালার কার্নিশে
বালিশের তুলোয় উড়ুক্কু চাঁদের কলকল ধ্বনি
ফিরে এসে দেখি বিছানায় শুয়ে আছে গতকালের জোছনা।
আমার বিরান দৃষ্টিতে পাল তুলে তার বুকের ডমরু নিনাদ
চেনা আসবাবে টুপটাপ বৃষ্টির ফোঁটা
ঘড়ির কাঁটায় নিমগ্ন স্বপ্নের ধ্যান
বাগিচার সবুজ গাছের ছালে মন গভীর আত্মপিপাসা।
এতোকাল পরেও সে পাঁজরের লুট হওয়া সজীবতা
শব্দহীন জলের স্বভাব অনিমেষ দৃষ্টিতে
সে আমার কালো ক্যানভাসে শাদা ঘাসফুল আঁকে
প্রজাপতির ডানা আঁকে নদীঘাটে দাঁড়ানো হিজলে
আমি লিখি চিলেকোঠার সঙ্গ,
বিনির্মিত গল্প
যেখান থেকে কোনদিনই ফিরতে পারিনা আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here