কলমযোদ্ধা-নাছরিন আক্তারের জীবনধর্মী কবিতা“ভাগাড়ে পরে থাকে অর্বাচিন জীবন”

213
-নাছরিন আক্তারের জীবনধর্মী কবিতা“ভাগাড়ে পরে থাকে অর্বাচিন জীবন”

ভাগাড়ে পরে থাকে অর্বাচিন জীবন।
নাছরিন আক্তার

জীবন কি মেঘের গায়ে হেলান দিয়ে ঘুমায়?
মেঘ কি ধবধবে পেজা তুলো ?
নাকি আবৃত বাঁশের কোরুল ?
মেঘের গায়েও কি কাঁটা থাকে ?
চলার পথেও কি থাকে উচুুনিচু খন্দক ?

মেঘের পানসীতে চেপে আকাশ দৌড়ায়
কঠিন মাটিতে পরে থাকে অর্বাচিন জীবন।
সেই জীবনে থাকে উই পোঁকার ডিবির মত সুখ- দুঃখের ছোট বড় ডিবি ।

বাড়তি লোক মানেই বাড়তি ফর্দ
বাড়তি ফর্দ মানেই অবাঞ্চিত বাত-বিতান্তা।
হু হু করে বাড়ে চাল -ডাল -তেল -নুনের দাম
শুধু দিনদিন কমে যাচ্ছে মানুষের দাম,
সংসারের কাছে, সমাজের কাছে,
এমনকি জীবনের কাছেও।
এখানে জীবন ক্রমেই ভারবাহী হয়ে ওঠে।

নিজের কাছেই জিঙ্গাসা!
জীবনের কাছে চাইবার আর কিই বা আছে?
আছে কি কিছু পাওয়ার?

স্বপ্নরা আঁধারে ঘুরপাক খায়
অন্ধকার আরো গাঢ় হয়
ফুতপাতে বাড়ে ছিন্নমূলের ভিড়।
ভারবাহি জীবনের রাত দীর্ঘায়িত হয়
ছেঁড়া মলিন কাপড়ের মতো
আলনার এক কোনে ঝুলে থাকে অর্বাচিন জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here