ছলনার পাশা খেলা
শিখা গুহ রায়
শৈশব চলে গেছে সেই কবে
সবুজের পাতা বয়ে চলছে
হলুদের ছোঁয়া।
আশৈশব ছলনার পাশা খেলছে
হৃদয় নিয়ে,
সময়ের ব্যবধানে
অযোগ্য নকশীকাঁথাও
পড়ে রয় শয্যার পাশে।
আজ বড়ই অসহায়
বয়সে নতজানু কুঁজ অসার দেহ
শুধু তোমারই প্রতীক্ষাতে।
আলোহীন ঘরে
মরা জোনাকির আলো নিয়ে
প্রহর গুনছি ঋণ পরিশোধ করতে,
যা দিয়েছিলে নিজ হাতে!
পাবো কি দেখা আবার?
ষোলোআনা ফিরিয়ে দিতে
যা ছিল হৃদয়ে
বিদ্রুপ হেসো না?
চলে যাবার সময় এসেছে বলে!
ঐ নীল গগনের তারা হয়ে
বাতাসে গন্ধ বিলিয়ে দিও তখন।
আত্মার আত্মীয়দের
কান্নার সাথে মিশিয়ে
কতটুকুই বা চাই এই অসাড় দেহে।