কথিত জীবনের সমাপ্তি
আনজানা ডালিয়া
মৃত্যুকে প্রতিদিন এতো কাছ থেকে দেখা হয়
মৃত্যু নামের কোন আতঙ্ক আমার পড়শি হবেনা
মৃত্যুকে আমি ডান থেকে দেখি
বাম থেকে দেখি,
সর্বোপরি চতুর্দিক থেকে দেখি।
জীবনের রুটিনে দেখছি প্রতিখনে
কত রূপে মৃত্যু আসছে আমাদের কাছে।
আসুক ,হারবোনা তার কাছে
মুত্যুকে পাশে বসিয়ে আমি সমুদ্রস্নানে যাবো
মুত্যুকে দাড় করিয়ে রেখে পাহাড় চুড়ার উঠোনে একটু জিরিয়ে নিবো।
তারপর হাসি মুখে বরণ করবো
মৃত্যু নামের কথিত জীবনের সমাপ্তিকে।