স্বপ্নকার_নজরুল —🌹
হাজেরা বেগম☘️
কবি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাহারে
বিষের বাঁশী বাজায় আহা কি মধুর সুরেরে
তার কাব্য গাঁথায় মন ভোলে মন ভরে নাহ্
শৈশবের নির্ঝর খেলা করে মন আঙিনাহ্
অগ্নিবীণার সুর দোলে লক্ষ মানবের হৃদয়ে
সর্বহারা কবি প্রান দিয়েছে মুক্তির শিহরণে
দোলনচাঁপা দোলায় মন শত কাব্যিক কথায়
ছায়ানট নাচে হাজার মনের কল্প তরূলতায়
চিত্তনামা খ্যাতির তুঙ্গে যুবক হৃদয়ে অপরূপ
সঞ্চিতা প্রেয়সী রূপে তুমি আগুনী ঝড় স্বরূপ
মরুভাস্কর অজানা পথের সন্ধানে চিত্ত চঞ্চল
তবু মুক্তির সন্ধানে উদ্বেলিত হিয়া খোঁজে সম্বল
আমার গানের পাখী কবিতা-সাথী প্রিয় বুলবুল
স্বপ্নদেখা রঙিন ছবির আঁকিয়ে স্বপ্নকার নজরুল —🌹
(… .. স্বপ্ন বিলাস)
May 23rd,2022 LA
Copyrights @ Hazera Begum