অপার্থিব মুগ্ধতা
জেসমিন জাহান
নিসর্গ গোধূলি রাঙা ফুল
ফুটেছিলো অতল-অথৈ জলে
আদিত্যের কপোল বেয়ে
ঝরছিল নৈশব্দের কল্লোল
চোখের তারায় ঝিকিমিকি
বিস্ময়ের বিদ্যুৎ ঝিলিক
অশ্রুত শব্দের ঢেউ ভেঙ্গে
জেগেছিলো আদিবাসী প্রেম
অপার্থিব মুগ্ধতা নিয়ে
দৃষ্টি ফিরিয়েছো যেই
আত্মার স্পন্দন থেমে গেলো
বাতাস নোঙর ফেললো
সমুখের নিস্তব্ধ বন্দরে
সিঁদূরে মেঘ সাঁতরে পার হলো
দ্রোহের সীমানা
অন্তিম সূর্যের স্বর্ণালী আভায়
উদ্ভাসিত হলো পরবাসী মন
অধরের আলতো স্পর্শে
মোমের মতো গলে গেলো
সংরক্ষিত গোপন আভিজাত্য।