পিছলে পড়া আবেগ
দীপান্বিতা চৌধুরী ।
এক রত্তি মেয়ে সে জানতো না
মনের ওজন কমলে জমে ক্ষত
বাড়ে যত সময় ঘড়ির কাটায়
স্মৃতি হারায় সুপ্ত প্রেমের মত॥
হাত ধরা কি সহজ ছিলো খুব?
হাত ছাড়াও তেমন কঠিন নয়
যোগ বিয়োগের জটিল ধাঁধাঁর নাম
যেমন করে সরল বলা হয়॥
এক রত্তি মেয়ে সে জানতো না
প্রেমে পড়লে উঠতে পারার ধরন
কৃষ্ণচূড়া যদিও বা লাল হয়
রাধাচূড়ার রাধার মতই গড়ন॥
বিষ ঢালা সুখ কতটা সর্বনাশী?
চোখের কোনে জমাট বাঁধা মেঘ
আমরা যাকে ভালোবাসা বলি
আসলে তা পিছলে পড়া আবেগ॥