এই নব বর্ষায়
নাসরিন জাহান মাধুরী
আকাশ ভেঙে বৃষ্টি ঝরছেই
টিনের চালে মধুর তানে
চালের ফুটোয় সে বৃষ্টি ভাসিয়ে নিচ্ছে
ঘরের এ কোনা সে কোনা
চোখে ঘুম নেই..
ঘর ভেসে গেলো বুঝি
ভোর বেলায উঠোন জুড়ে পানি
পানি ভেঙে কারো হেঁটে যাওয়ার
ছলাৎ ছলাৎ শব্দ
হৃদয়টাও ছলাৎ করে ওঠে
উঠোন ভেসে যায় বর্ষায়..
ভেজা কাক ঝিমোয় কদম শাখায়
কাগজের নৌকা ভেসে যায় ঢেউয়ে ঢেউয়ে
পুরোনো বর্ষার গন্ধ
ভেজা কাপড়ের গন্ধ
ঝুলে থাকা ছাতাটা থেকে টপ টপ জলের ফোঁটা
জলের নুপুর পায়ে এবাড়ি ওবাড়ি
পুরোনো বর্ষাকে খুঁজে ফেরা নব বর্ষায়।
বাদল দিনের প্রথম কদম ফুল
উদ্ভাসে হাসে সতেজ সবুজের সাথে
কদম ফুলের ভেজা সুবাস বাতাসে বাতাসে
ফিরে আসে পুরোনো সুবাস নতুন করে
নতুন সুরে…