“বিত্ত সহায়তার অন্ধকূপ”
প্রিয়াঙ্কা পিহু কর্মকার
শান্ত শিবিরে মোমবাতি জ্বলন্ত
নিঃস্তব্ধ ঘর অপেক্ষমান দুটি চোখ
প্রদীপের স্থিরতায় রোমান্সের গূঢ়ার্থ খুঁজতে গিয়ে
উদরাস্থের মরিচীকারা ,
সময়ের উপহাসের পর্বান্তরে মত্ত হয়ে ওঠে
চৌকাঠের মর্যাদা যেন ,
-সামাজিক ইমারতের ভগ্নাবশেষ
ক্ষুধারাজ্যে ইতরামির সংকেতে
সম্পর্কচ্যুত তার পরকীয়া পাশার দান
গলিত দাহ্য , ভদ্রতার চরম শিক্ষাকে উপড়েছে ।
সময়ের দাবানলে পুড়ছে সময় নিজে ।
একফালি চাঁদের সাথে ,
কবির করা রুটির পরিহাস – বড্ড মনে পড়ছে ।
আজ সীমা -অসীমের কঙ্কাল গৃহের সৌখিনতাকে
চেয়ে দেখি রাতদিন ।
কলমের নিদারুণ খস্-খস্
বুঝিয়ে দেয় —
পোড়া রুটি ও অমৃতের সাদৃশ্য ।
প্রতিদিনের পরকীয়াকে ।
নিরন্তর বিলাসিতার কার্পেটে মুড়েছে
প্রতিবন্ধী সময় ,
এই অসীম পৃথিবীর সীমিত ব্যাপ্তির
মোড়ক উন্মোচিত হয় —-
বিত্ত সহায়তার অন্ধকূপে ।