বাঁধন হারা
সাহানুকা হাসান শিখা
———-///////—————
আকাশে আজ সোনালী মেঘ
হৃদয় ভরা উষ্ণ আবেগ।
কখন যেন বৃষ্টি হয়ে ঝরে,
আমার দু’ চোখ জলে যায় ভরে।
ঐ দূর পাহাড়ের গা ঘেসে বসে কারা ?
দুটি ঝর্ণাধারা,কেমন যেন বাঁধন হারা।
করছে গাহন সূর্যের ঝলমল আলো
পাহাড়ি কন্যা দেখতে দারুণ ভালো
হৃদয়ের খেলা তার রাখাল ছেলের সনে,
সুপ্ত ভালোবাসা শুধুই মনে মনে।
তীরন্দাজের বিষের তীর,বিঁধিল বুকে,
পাহাড়টাও যন্ত্রণায় মরে ধুকে ধুকে।