আমেরিকা থেকে কাব্য সুধা-বাহক কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “কালের ভাবনা”

29

কালের ভাবনা
সাহানুকা হাসান শিখা

——————————-
কালের ব‍্যবধানে নির্মিত
এক আলোকচিত্র।
অজানা অচেনা শব্দের প্রতীকী,
কেউ নয় কারো শত্রু বা মিত্র।
শুধু একটা বাঁধের আকৃতি।
চোখের জল হৃদয়ের স্পন্দন
দিয়ে গড়া ইন্দ্রজাল।
এভাবেই আসছে বয়ে কাল মহাকাল।
প্রতি নিয়ত ভাবনায় আসে
একটি অসমাপ্ত আত্মজীবনী,
কে আমি কোথায় বা আমি
আশপাশে কাদের বিচরণ,
তাদের সাথে কি সম্পর্ক?
শেষ গন্তব্য কোথায় আমাদের,
পড়ে যাই গোলক ধাঁধায়,
স্বপ্নের রঙীন সুতোয় ঘেরানো,
শুধু নীরবে নিভৃতে মন কাঁদায়।

লেখকের সংক্ষিপ্ত জীবনী– সাহানুকা হাসান শিখা সমকালীন বাংলা কবিতার একজন উদীয়মান কবি। মানুষের অন্তর্গত বোধ, সময় ও অস্তিত্বের প্রশ্ন তার লেখার মূল বিষয়। আবেগের সূক্ষ্ম প্রকাশ এবং দার্শনিক ভাবনার গভীরতায় তিনি দ্রুত পাঠক-মন জয় করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here