ভুল থেকে ফুল খুঁজি
মকবুল প্রধান
ভুল থেকে ফুল খুঁজি
নয় তবে বেশি বুঝি
থাকি নাকো চুপ ,
মন ভরে পণ করে
জ্ঞানীদের কথা ধরে
মজা পাই খুব ।
দূঃখীদের সুখ আঁকি
কাউকে যে দিতে ফাঁকি
মারি নাকো ডুব ,
তাই তো যে কত গড়া
বলে কেউ হাতে ভরা
রসে টুপ টুপ ।
এদিক ওদিক যতই ভাবুক
তাই বলে কি মারবো চাবুক
খুরবো কি আর কুপ ,
রটাক না হয় আমায় নিয়ে
শুদ্ধি তাদের করতে গিয়ে
ছিটাই আরো ধুপ ।