ব্রততী
মুনমুন দেব
টব থেকে পা বাড়ালে সবে বাঁশের মাচান
প্রথম স্বস্তির মাথা গোঁজা
রঙ গাঢ় হলে রীতিমতো
মাচান ঠেলে দেয় গ্রিল বারান্দায়
গোড়ায় জল ঢেলে ঢেলে
কত্তবার তৃপ্তি স্নান সেরেছি
তরতরিয়ে গ্রিল সদর দরজা ছাড়িয়ে
এখন গা এলিয়েছো গোটা বারান্দা জুড়ে
পরজীবী ব্যাখ্যায় বিজ্ঞান বইয়ের পাতা গুনে ছেলে
পড়ন্ত বিকেলে বারান্দার এক কোনায়
শেষ আভাটুকু রোজ গায়ে মাখি
বান্ধবী আর আমি।