“জীবনের নাম কষ্ট কিনা”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~~
কষ্ট আমায় কে দেবে বন্ধু
কষ্ট -ই জীবনের ছায়া,
কষ্ট না পেলে জীবনের প্রতি
থাকতো না কোন মায়া।
সুখের আশায় মানুষ দেখো
আজ করছে কত লড়াই,
কষ্ট না থাকলে জীবনের তরে
কী নিয়ে করতো বড়াই?
একটু সুখের জন্য কত যে
জীবনের পিছে ছুটি,
কষ্ট থেকে মুক্তি পেতে হই
অন্যের হাতেরও গুটি।
ভাই,বন্ধু, ভালবাসা
একসময় সবে হয়ে যায় পর
কষ্ট তোমাকে ছাড়বেনা কখনও
হয়ে রবে স্বার্থপর।
বৃথা সুখের আশায়
অনন্তপথ ছুটে চলা,
তবু জীবনটা রয়ে গেলো
হয়ে অচেনা কোন খেলা।
মায়া, মমতা ,স্নেহ,ভালবাসার
সব-ই জীবন স্রোতে ভেসে আসা,
জীবনের নাম কষ্ট কিনা-
আজও চিনেও চিনতে পারিনা।।