রকমফেরে জীবন
~জবা চৌধুরী
~~~~~~~~~~~~~~
কেউ পালায় হাতে-হাত ধরে
নতুন জীবন গড়ার তাড়ায়
কেউ সংসার ছেড়ে গেরুয়া ধরে
পুণ্যের ডাকে মন ভরায়।
কেউ তুলে দেয় মুখে ভাত টুকু
কেউ সব কেড়ে নেয় উল্লাসে
দারিদ্র্য নয় তো অপরাধ কারো
কুবের আরও ধন তল্লাসে।
কষ্টে অর্জিত সুখ-শান্তি
জীবন দিয়ে কেউ বানায়
আবার ভেঙে দিয়ে সব অ-খুশিতে ভরে
অ-সুখের আবাহন কেউ জানায়।
ভক্তি মুক্তি সুখে আর দুঃখে
অহর্নিশি শুধুই খোঁজা
স্মৃতি বিচরণে সৃতি অনুমানে
জীবন যায় না সহজে বোঝা।