আধুনিক কবিতার পথিকৃতদের একজন কবি নাসরিন জাহান মাধুরী এর লিখা কবিতা “প্রলাপ ”

463
আধুনিক কবিতার পথিকৃতদের একজন কবি নাসরিন জাহান মাধুরী এর লিখা কবিতা “প্রলাপ ”

প্রলাপ

 নাসরিন জাহান মাধুরী

চেয়েছিলাম বৃষ্টি নামুক
এই বৃষ্টিটা আমার জন্য
চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনি
শব্দে শব্দে আমি তোমাকে ভাবি
তোমাকে ভাবতে ভাবতে আমি
তোমার সাথে চলি
তোমার সাথে চলতে চলতে
আমি পথহারা হই
পথহারা আমি তখন ধ্রুবতারা খুঁজি
ধ্রুবতারা হয়ে তুমি দেখাও পথের দিশা
আর তোমায় ভেবে ভেবেই আমার ফিরে আসা
ফিরে আসা বৃষ্টির গানে
ফিরে আসা আমাতে
ফিরে আসা চৈতন্যে
তারপর ঘুম নেমে আসে চোখে
অঘোর ঘুম…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here