বন্ধু ,,
মিনু আহমেদ।
বন্ধু তুমি চলে গেলে
দেখলে না পিছন চেয়ে।
তোমার চলে যাওয়া
আমার বুকে রক্ত ঝরে ।
বাদল,,
বর্ষার এই বাদল দিনে
কদম নিয়ে এসো।
তোমার চোখে দেখবো আমি
মনেরই মতো।
সূর্য,,
সূর্য যখন চলে যায়
তুমি ও যেও চলে।
আমায় পর করে
আমি একলা ঘরে।
সন্ধ্যা,,
তোমার সাথে বাঁধবো না কোনো দিন ও ঘর।
তুমি আমার পর,
লন্ঠেনের আলোতে খুঁজি তোমাকে।
রাত,,
নিশি রাত যখন আকাশে নেই তাঁরা
আমি ঘুম হারা।
বন্ধু তোমার ভাবনা,
ঝিরিঝিরি বাতাস নাই উদাসী হাওয়া
আকাশ মেঘলা।