নারীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে তরুণ কবি-সংগঠক নাঈম মাহমুদ মিথেল লিখেছেন তার কবিতা“স্তুতিগান”

585
তরুণ কবি-সংগঠক নাঈম মাহমুদ মিথেল

★স্তুতিগান★

                  নাঈম মাহমুদ মিথেল
————————————

শক্তি, ভক্তি, প্রেমে নারীরূপ তুমি,
জননী,প্রেয়সী শত রূপে তোমাকেই চুমি।
স্বয়ং বিধাতাও তোমায় সম্মান করে,
নারী তুমি থেকো সেই স্তরে।
পায়ের নিচে জান্নাত তোমার হও মহিয়সী,
সব আধাঁর দূর করে তুমিই প্রেয়সী।
আল্লাহ পাঠিয়েছেন পিতাহীন নবি,
রচেনি মাতৃজঠরহীন জীবনের ছবি।
নারীকে শ্রদ্ধা করেই মানুষ ধন্য,
আশরাফুল মাখলুকাত নামে অনন্য।
ভালোবেসে নারীকে করে সম্মান,
পৌরাণিক রূপকথার নায়ক হলো ভগবান।
দানবীর কর্ণকে ছলনার আশ্রয়ে করে বধ,
শ্রী-কৃষ্ণ চালায় ধর্মের রথ।
অধর্ম পেয়েছে ধর্মের নাম,
এ যে দ্রৌপদীর বস্ত্রের দাম।
মাহাজ্ঞানী ধর্ম সাধক রাবণ রাক্ষস হলো কবে!
ভক্তি দিয়ে পার্বতী থেকে শিবকে আলাদা করেই তবে।
অপবাদে সীতা বনবাসি হলে,
রামের বিজয় ভেসে যায় জলে।
দাবা খেলায় জিউস পরাজিত হয়,
দেবী যখন তার হেসে কথা কয়।
জাহেলিয়াতের যুগে যখন নির্যাতিত নারী,
ইসলাম তখন আনলো সেথা শান্তির পায়চারি।
জননী শিশুকে ধর্ম শেখায়,শেখায় প্রথম বুলি
এ যে তাঁর সেই সম্মান,জান্নাত পায়ের ধুলি

লেখক পরিচিতি :নাঈম মাহমুদ মিথেল
প্রতিষ্ঠাতা সভাপতি (বা.সা.প)।
এম্বাসেডর , মাই বডি ইজ মাই বডি প্রোগ্রাম(UK) এবং
মানবাধিকার কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here