পাত্র চাই মুহব্বতজান—🌹
হাজেরা বেগম——————☘️
~~~~~~~~~~~~~~~~
পাত্র চাই প্রাত্র চাই প্রাত্র চাই
খবর দিও আমারে ও ভাই
সোজা সাপটা হলে ও হবে
নাই চাহিদা বড়কিছু তবে
মানান সই উঁচু-লম্বা চাই
পাত্রী লিক লিকা যে তাই
গায়ের রং কালো নয় ভাই
একটু যেন ফর্সা হওয়া চাই
শ্যামলা হলেও চলবে ভাই
কথা বার্তায় স্মার্ট যেন পাই
নাকটা যদি একটু চ্যাপটা হয়
তবে নাক উঁচু স্বভাব যেন নয়
ছেলে আলট্রা মর্ডান টু ফার্স্ট
হাজার বান্ধবীর ভীড়ে জাষ্ট
হাই হ্যালো আর গলার ফাঁস
চাই না এমন বর-বন্ধুর পাশ
পাত্র হবে রোমান্টিক কবি
প্রতি রাতে বাঁধবে নতুন ছবি
মনের মাঝে প্রেমের দোলা দিয়ে
রাখবে বুকের উষ্ণতায় জড়িয়ে
বেকার কিংবা ফেইসবুকের এডমিন
লাইক কমেন্টের সেরায় প্রতিদিন
চাইনা এমন নায়ক হাজির খান
চাই মানুষ নামের সেরা মুহব্বতজান—🌹
(… .. স্বপ্ন বিলাস)
10-06-2019/LA
Copyrights @ H Begum