বিশিষ্ট কবি-নাসরিন জাহান মাধুরীর কবিতা “আগন্তুক”

533
বিশিষ্ট কবি-নাসরিন জাহান মাধুরীর কবিতা “আগন্তুক”

আগন্তুক
নাসরিন জাহান মাধুরী

ভর দুপুরের ব্যস্ততায় তোমার ফোন আসে নিখিলেশ..
ব্যস্ত হাতে রান্নার হাঁড়ি ঠেলতে ঠেলতে কথা বলে যাই..

তোমার গভীর রাত,বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে প্রায়ই ফোন দাও তুমি
কখনো তোমার পাখি ডাকা ভোরে আমার শহরে যখন সন্ধ্যা নামে
পাখির কিচিরমিচির শুনতে পাই.
গভীর রাতে কাজ থেকে ফেরার পথে
একা দাঁড়িয়ে হয়তো আমাদের মনে পড়ে
ভিডিও অন করে দেখাও একাকি নির্জন স্টেশনে অপেক্ষমান এক আগুন্তুক
হ্যাঁ ঐ শহরে আগুন্তুক তুমি
নিওনের আলোয় তোমাকে কেমন অচেনা মনে হয় নিখিলেশ..
তোমার বাস আসে
বাসে বসে কথা বলে যাও অনর্গল
বাসের যাত্রী মাত্র দুইজন আর দুইজন বাস ড্রাইভার, বিশাল বাসে তোমরা..
কি অদ্ভূত নির্জন বিষন্নতা
তোমার পাশেই যেন আমি বসে তোমার সাথে যাই..
টুং-টুং শব্দে বাস থামে
তুমি নেমে পড়

গেট খুলে তোমার বাসার ভেতরে যাও
বড় অদ্ভুত লাগে
কাঠের সিঁড়ি বেয়ে ওঠে যাও
আমি সিঁড়ি গুণি
তোমার রুমে যাও, তুমি বলতে থাকো আজ সকালে কি রান্না করেছিলে..
ফ্রাইপ্যানের ঢাকনা তুলে বল – ইচ্ছে হয় তোমাদের রান্না করে খাওয়াই..
তোমার বাহারী রান্না দেখে আমি হেসে যাই
হঠাৎ তোমার গুণগুণ গান শুনে চমকে ওঠি
তুমি কি বিষন্ন গলায় গাইছো
“তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেক খানি বদলে গেছো — খুব জানতে ইচ্ছে করে”..

বলি কেনো গাইছো এই গান?
তোমার উত্তর-এটাই আমি সারাদিন গাই এখন..
জানি না কেনো গাই..
আমি বলি মানুষ বদলে যায়
প্রতিটি বাস্তবতা মানুষকে অন্য মানুষে রূপান্তরিত করে..
হুম, আমি বদলে গেছি অনেক
অনুভূতিহীন বোধহীন রোবট যেমন…
তুমিও বদলে গেছো নিখিলেশ, তোমাকে আর ঐ শহরে আগুন্তুক মনে হয় না..
নির্বিকারে বলে চুপ করে দাঁড়িয়ে থাকি কিচেনের জানলা দিয়ে আমার দৃষ্টি কোন সুদূরে…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here