হাজেরা বেগম————————-☘️
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বাবা গো তুমি আজ নেই । অনেক দুরে পরোলোকে পাড়ি দিলে এ জগত ছেড়ে সব রেখে গেলে,সঙ্গে আমাকেও ।একবার ও চিন্তা করো নাই কেমন করে তোমাকে ছেড়ে থাকবে তোমারই আদুরী। কত যত্ন করে আদরে আদরে হাজার নিয়ম কানুন আর উজার করা ভালোবাসায় নিজের মতো করে গড়ে তুলেছো নিজ আত্মার আত্মজকে ।
জন্মের আগে থেকেই আনন্দে উৎফুল্ল ছিলে। মায়ের যত্নের মাধ্যমে অনাগত অদেখা আত্মজের চিন্তায় কি করবে, কি করবে না শত ব্যস্ততার মাঝেও মায়ের ঔষধ খাওয়া ডাক্তারের নিয়ম অনুযায়ী হাঁটা চলা করতে নেয়া সব কিছুর উপর তোমার খবরদারি সবই যে এই আমার জন্য ভালোবাসা — কেমনে ভুলি তোমায় , তুমি যে আমার বাবা —🌷
প্রসব বেদনায় মায়ের যন্ত্রনার নীল বেদনার ছাপ তোমার চোয়ালে আর মুষ্টিবন্ধ শক্ত হাতের—কিছু না করতে পারার এক অসহায় আর্তির আকুলতা—অন্যদিকে অনাগত বুকের ধনের জন্য অনাবিল মমতার বন্যা —কি এক কঠিন পরীক্ষার সময়, দু’হাত তুলে নামাজ আর মোনাজাত করা ছাড়া আর যে কোন উপায়ই নেই— সেই তুমি ই আমার বাবা —😊
আমার জন্মের পর কোন কান্নার আওয়াজ না শুনে অস্থির হলে — পুরো মুখ থেকে সমস্ত রক্ত কে যেন চুষে নিয়ে গেলো – হয়ে গেলে বাক্য হারা-অস্থির এক দীর্ঘ সময়ের পর যখন শুনতে পেলে আমার আওয়াজ । বিদ্যুৎ বেগেই তোমার চোখে মুখে আলোর ঝলক হেসে উঠলো। বুক ভরে শ্বাস নিয়ে শুকরিয়া নামাজ আদায় করলে—এই হলে আমার বাবা, তুমি আমার পৃথিবী—🌎
একটু একটু করে কবে থেকে বুঝতে জানলাম তুমি আমার বাবা জানা নেই -মনে করতে পারছিনা
তবে যখন থেকে জ্ঞান হলো বুঝলাম তুমি আমার বাবা আর বুকে জড়িয়ে ধরে রাখেন যিনি তিনি আমার মা— দু’জনই পরম পূজনীয় —🌷
তোমার সঙ্গে হতো আমার সমস্ত বায়না আর মান অভিমান দিয়ে আদায় করে নেয়া—তুমি ছিলে আমার সব পাওয়ার খুশী— কোন আবদার / বায়না ই অপূর্ণ রাখতে না— বরং আমার সঙ্গে আমার মতোই বাচ্চা হয়ে যেতে। সেই আনন্দে ধীরে ধীরে যতই বড় হয়ে উঠছিলাম ততই তুমি আমার প্রথম এবং একক বন্ধু হিসাবে সব কাজের সব কথার আনন্দের সাথী হয়ে উঠতে লাগলে । সে এক সময় ছিলো — যা আজও খুঁজে ফিরি । সেই তোমাকেই বাবা, হ্যা তোমাকেই বাবা—
বাবা দিবসে সবাই বাবাদের জন্য কিছু উপহার কিনে দিচ্ছে বাবা কে স্মরণ করছে—আমি, এই তোমার “স্বপ্ন বিলাস” কথা দিলাম—তোমাকে আমি প্রতিদিনই উপহার দিবো, মনে করে আমার প্রার্থনার মোনাজাতে মনে করবো—🙏
আমার জন্য প্রতিদিনই হবে “ বাবা দিবস”—আর তোমাকে মনে করবো অতি শ্রদ্ধায় স্মরণে—-🌹
পরম শ্রদ্ধায় তোমারই—🙏
——-আদুরী স্বপ্ন বিলাস—-
——১৭-০৬-২০১৯ইং