কবি –সুবর্ণা ফারহানা চৌধুরী লিখেছেন জীবন ছোঁয়া অসাধারণ কবিতা “অনিশ্চয়তা ”

612
কবি –সুবর্ণা ফারহানা চৌধুরী

অনিশ্চয়তা

               সুবর্ণা ফারহানা চৌধুরী
********
প্রকৃতি পতনমুখী আষাঢ়ী গরম
পথে পথে অবরোধ জীবন বেহাল
সময়ের নষ্টরূপ চলা তিন দায়
নৈতিকতা কুড়ে খায় বিবর্ণ সময়।
মানুষের পশুজন্ম ভয়ানক রূপ
মহামারী বেশে আজ হানছে আঘাত
নষ্টনেতার বচন হয়ে তাপদাহ

সভা মঞ্চ ভেদ করে করছে দহন।
জ্বালাময় দিনগুলো ফুটায় যে হুল
যন্ত্রণায় ছটফট হৃদয় বিকল
আর কতো অনাচার চলবে এমন
শ্বাসকষ্ট হাঁপানির অসহ্য মরন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here