ওপার বাংলার কবি মুকুল মাইতি এর কবিতা “জীবন পুরের নদী”

556
Doinik-Alap-Poem-Kobi-কবি-মুকুল-মাইতি-Kobita-কবিতা-জীবন পুরের নদী
কবি মুকুল মাইতি

জীবন পুরের নদী

মুকুল মাইতি

 

জীবন পুরের নদী চললো এঁকে বেঁকে,
কথা এসেও থেমে যায় কলমের মুখে ;

হৃদয়ের ব্যথা বাড়ে, ভাঙে মোর বুক ;
জানিনা কোথায় গেলে পাবো সেই সুখ।

জীবন বইছে যেনো, গতানুগতিক
সকালে সূর্য রাঙা, হাসে পূব দিক।
জীবনটা এই ভাবে নাউ বেয়ে চলে,

মাঝি দাও পাল তুলে, নদীর খেয়ালে।
জীবন যুদ্ধ চলে শেষ তার নাই,
উজান ভাটিতে শুধু তোমায় খুঁজে পাই।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here