ভারত এর সমকালীন সৃজনশীল কবি-রুনা দেব চৌধুরির কবিতা “মহীরুহ ”

708
রুনা দেব চৌধুরির কবিতা “মহীরুহ ”

.মহীরুহ …..
….রুনা দেব চৌধুরি.…


চিত্তপ্রিয় কখন যেন হলেন শঙ্খ ঘোষ ,
জন্মদাত্রী অমলা আর জনক মনীন্দ্র ঘোষ ।
ধরায় এলেন বাংলাদেশের চাঁদপুর জেলায় ,
স্নাতক ডিগ্রী প্রেসিডেন্সি থেকে বাংলায় ।
বঙ্গবাসী , যাদবপুরে শিক্ষকতা করে ,
উনিশশো বিরানব্বই এ গেলেন অবসরে ।

মিলিয়েছিলেন সাহিত্যে তিনি রাজনীতির সত্তা
কলম দিয়ে রেখেছিলেন প্রতিবাদের বার্তা ।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ‘মাটির’ সাথে অবস্থান ,
সাহিত্য জগতে রেখে গেলেন অপরিসীম অবদান ।
‘রবীন্দ্রবিশেষজ্ঞ’ বলে ছিলেন তিনি খ্যাত ,
‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ গবেষণা গ্রন্থ ।

সামাজিক ও রাজনৈতিক সমস্ত প্রভাব
লেখনী দিয়ে হতো চিহ্নিত সাম্যের অভাব ।
শত পুরস্কারে ভূষিত বাংলা সাহিত্যচর্চায় ,
আছেন মিশে সাহিত্যপ্রেমীর অন্তরাত্মায়।
কলম দিয়ে জয় করলেন স্বতন্ত্র কত মুখ ,
জয় হলো না অতিমারীর অজানা অসুখ ।

জাতির বিবেক, ‘মহাবৃক্ষের’ যুদ্ধে পতন হলো ,
মাথার ওপর থেকে যেন ছাদটা সরে গেল ।
শোষণপীড়ন বঞ্চনার যে অবিরাম গতিধারা …
গর্জে উঠুক কলম তাদের তেমন অনুরূপ যারা ।
শঙ্খধ্বনি যেমন বাজে গোধূলি লগনে …
লেখনী তব রবে উজ্জ্বল সাহিত্যের অঙ্গনে …………..

জয় রামকৃষ্ণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here