মা
নওরোজ নিশাত
ফুল ছিঁড়ে বেরিয়ে
এসে পড়লাম কোমল গন্ধরাজের
কোলে ,
দুটি বৃন্ত আমাকে দিলো শক্তি
অমোঘ আয়ু।
পরিচিত হলাম আর এক দৃঢ়চেতা ফুলের সাথে।
দু ফুলের মাঝখানে অনেকটা সময়
লাফিয়ে কেটে গেল
ধীরে ধীরে কতো ফুল এলো ,ফুলের সাথে সাথে প্রজাপতি ।
এলো কাঁটা, চারপাশে ফনি মনসার
ঝাড়।
গভীর জীবন বন। শক্তির
গর্জন , হিংসার হিস হিস শব্দ।খরশ্রোতা ঝর্ণা,
মাঝে মাঝে ঝড় ঝাপটা।
জীবনের ভূগোলই পালটে গেল
বিশ্বাস করুন , এখনো গন্ধ যায়নি
সেই গন্ধরাজের ।
জীবনের সেরা ফুল
নেই আর উদ্যানে।