এমন বসন্ত আর আসবে না(২০২১)
আয়েশা মুন্নি
পৃথিবীতে এমন আরও কত বসন্ত আসবে যাবে,
প্রকৃতিতে বসন্ত রঙ ছড়িয়ে পড়ুক বা না পড়ুক
বসন্তের বাসন্তী রঙে রাঙিয়ে,
কৃষ্ণচূড়ার রঙ মেখে শহরের পথ, মাঠ,
পার্ক রঙিন হবে- শাড়ি আর পাঞ্জাবি রঙে…
নতুন বইয়ের মৌ মৌ গন্ধে সুবাস ছড়াবে বইমেলা,
শীতের শুষ্ক পাতা ঝরে যাবে, নতুন পাতা র আগমনে…
কিন্তু এই বসন্তের মতো ভালোবাসায় মাখামাখি হয়ে
শরীরে শরীর ছুঁবে না নিঃশ্বাসের উষ্ণ পরশে।
দুরন্ত ময়ুরপঙ্কির হাওয়ায় চুল উড়িয়ে
আমাদের হয়তো আর একসাথে প্রহর কাটবে না…
দীর্ঘশ্বাসের পরিধি বাড়তে বাড়তে কেটে যাবে
আগামীর সব বসন্তের ভ্যালেন্টাইন ।