আকাঙ্ক্ষা
শিখা গুহ রায়
তীব্র শীত মৃদু বাতাস
প্রকৃতির মাঝে অপরূপ সাজে
খেলা করে হিম হিম কম্পন,
এ যেন পরম স্নেহ প্রকৃতি থেকে পাওয়া
জোনাকি দেয় আলো ক্ষণে ক্ষণে
আনমনা হয় মন হেঁয়ালী কুহুকণ্ঠে।
গ্রামে পথে ঘাটে নয়তো দিগন্ত মাঠে,
অপরূপ দু’ কূলে বিলে,ঝিলে,
সবখানে শুভ্রতার মিছিলে।
হিম হিম পরশে সরষের ফুলে
প্রিয় উষ্ণ পরশে ব্যাকুল মন।
ঘন কুয়াশার দলে,
যেন সীমাহীন আদরে,
রেখেছে ঘিরে,ভালবাসার চাদরে।
তোমার তরে সহস্র কবিতা লিখছি,
অজস্র অবিনাশী কবিতা,
এই পৌষ কিবা মাঘে,
শুধু মত্ত থেকো খেজুর রসে।