ভারতের জীবন বোধের লেখক শিখা গুহ রায়ের কবিতা “নতুন সূর্যোদয়”

350
ভারতের জীবন বোধের লেখক শিখা গুহ রায়ের কবিতা “নতুন সূর্যোদয় ”

নতুন সূর্যোদয়
শিখা গুহ রায়

বর্ষা আসে বর্ষা যায়
নিষিদ্ধ সেই স্পর্শ
আরও বেশি করে আকড়ে রাখে মনের গহিনে।

এখন স্পর্শের প্রয়োজন,
মরে যাচ্ছে ছোঁয়ার অভাবে,
বর্ষা আমার কাছে এমনই এক প্রেম
যা আশা করা যায় তার চেয়েও একধাপ উপরে।

বৃষ্টি আসে বিভূতিভূষণীয় কারুকার্যে
আমিই শুধু উনুন জ্বেলে বসে থাকি
নানান ভাবনা ঘিরে ধরে বারো মাসের মত।

পাথরে যে ঝর্ণা বয়ে যায় কলকল করে
শুধু প্রিয়জন বেদনা ভরা একতারাতে বাঁধে
এখন বিষাদের সুর খোঁজ পায়
যন্ত্রণার প্লাবনের কাছে হাঁটু মুড়ে বসে। প্লাবন তো বর্ষারই অবাধ্য।

তবুও নতুন সূর্যোদয়এর অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here