জীবন বোধের তাড়না থেকে ওপার বাংলার তারুণ্যের কবি পূজা চক্রবর্তী লিখেছেন কবিতা “প্রেয়সি”।

650
ওপার বাংলার তারুণ্যের কবি পূজা চক্রবর্তী

” প্রেয়সি”

              পূজা চক্রবর্তী

ও হে প্রেয়সি রয়েছ তুমি আমার জীবনে…
রেখেছি তোমায় প্রেমের রতনে
আগলেছি তোমায় আমি দশ টি বছর ধরে
আজ কোথায় চলে গেলে আমায় ছেড়ে?

বুঝি ঐ যুবকের কাছে?তুমি কি সত্যই বোঝনা?
ও যে তোমায় চায় না …করছে শুধু ছলনা
তোমার পাগলামি দেখে হাসি আসে মুখে এ হেন দুঃখে
হারিছে মা ছোট্র হিয়া, ফিরে এসো ও হে প্রিয়া

তোমার মতো নিরুদ্দেশ হিয়ার মুখর হাসি
এ হএন দুঃখে আমি কেমনে সুখে থাকি?
কিসের ছিলো অভাব ?আমি কি তোমায় কম ভালোবাসি?
অপেক্ষায় থাকবো চিরকাল যদি কখনো হয় সকাল
ফিরে যদি এসো তুমি সুখের মুখ দেখবো আমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here