অপূর্ণ যত ইচ্ছা
——————
রেবা হাবিব
বেশীত চাইবার নেই
শুধু একমুঠো স্বপ্ন ধার করা !!
কিন্তু রোজ রোজ স্বপ্নের সাথে থাকা যায়না
একটা সংকট তৈরী হয়।
মানুষ আসলে কি চায়??
নিজের কাছে নিজেই একা থাকা
নাকি অতিরিক্ত প্রেম, ভালোবাসা ??
নাকি ভালোবাসার বিনিময়ে রক্ত ??
ভালোবাসা কি শুধুই দুঃখ,বেদনা আর রক্ত ঝরায়??
কতটা ??
যতটা আছে লাল গোলাপে??
আর তাই বুঝি লাল গোলাপ সবার
কাছে অতি প্রিয়!!
নাকি ভালোবাসা কাগজ বন্দী ইতিহাস চায়??
নাকি নীরব ফুলের মতো ঝরে যেতে চায় ??
সব জীবনই কেন সুরক্ষিত হতে হবে, আর
সব কবিতাই কেন মানুষকে প্রভাবিত করবে??
তাই, জীবনটা থাকুক খসড়া হয়েই
ফ্রেশ করার কিবা দরকার।