অভেদ জাতি
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
ব্যক্তির দোষে যুদ্ধে তোমার
মরবে কেন অন্য লোক ?
স্বজন যারা বেঁচে থাকেন
বাড়বে কেন ধর্মে শোক?
ভেদ করো না এক মনে ভাগ
অভেদ জাতি কর গঠন,
ভেদ করলে থাকবে নারে
মানুষ হবার এই জীবন।
হওরে মানুষ মনের মানুষ
নিরোপরাধী ভালবাসো,
হোক না সে জন অন্য ধর্মের
হিংসা ঘৃনার রাগ ছাড়ো।
হাসবে খোদা বাসবে ভালো
সৃষ্টির সুখ উল্লাসে,
থাকবে নারে নরকগামী
বিজয়ী হও সব দেশে।