নান্দনিক কবি-লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর অসাধারণ কবিতা“সেদিন আমি একাই গিয়েছিলাম সৈকতে”

521

সেদিন আমি একাই গিয়েছিলাম সৈকতে    

                          লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

সন্ধ্যার বাতাসে অপরিচিত শব্দ
কাঙ্ক্ষিত দৃষ্টি দূর অন্ধকারের বুকে,
ধীরে ধীরে সরে গেল মেঘের কালো পর্দা-
ঠিক যেন মাথার উপর
দেখা দিল রূপালি চাঁদ!
আমি একা দাঁড়িয়ে –
তোমার অপেক্ষায়!
 সৈকত জুড়ে হৃদয় ভাঙ্গা নীরবতা।
জানি,তুমি আসবে,
জোছনা রাত বার্থ হতে দেবে না তুমি,
এক জোছনা রাতের জন্য
কত জনমের তপস্যা তোমার-আমার!
সেদিন ভরা জোছনায় সমুদ্রের গর্জন
লোনাজল ছুঁয়ে ছিল আঁচল।
জোছনার সিঁড়ি বেয়ে নেমে এসেছিলে তুমি
দেখেছিলাম তোমায় অপলক দৃষ্টিতে
তুমি ছুঁয়েছিলে কটিদেশ,
গণ্ডদেশ স্পর্শে গভীর আলিঙ্গনে
সিঁথিতে এঁকেছিলে অক্ষত চুম্বন।
অচেনা বালুচরে সেদিন
জেগেছিলে তুমি জেগেছিলাম আমি
আর জোছনা প্রেমের নীরব সাক্ষী হয়ে
সেদিন আমাদের সঙ্গে জেগেছিল রূপালি চাঁদ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here