বেরগামো
লাভলী ইসলাম
হ্যালো চৈতি
আমি তো
কার্ফুর মধ্যে আটকে গেলাম মিলানোতে।
আমার খুব ভয় লাগছে রাতুল ।
ভয় পেওনা
আল্লাহর উপর ভরসা রাখো । জিতু বড় হয়েছে।
জরুরি কাজে ও বাইরে যাবে তুমি ঋতুকে নিয়ে ঘরেই থেকো ।
রোগী আর মৃতদেহ। চব্বিশ ঘণ্টা এম্বুল্যান্সের শব্দ।
বেরগামোতে লাশ সংকুলানের জায়গার অভাবে অনবরত সেনাবাহিনী লাশ নিয়ে যাচ্ছে অন্যত্র।
চৈতি জানালা দিয়ে দেখে দেখে কেঁদে অজ্ঞান হয়ে হাসপাতালে অবস্থান নিয়েছে ।
আঠারো দিন ছোট বোনকে নিয়ে বেঁচে আছে জিতু ।
বেরগামো শহর এখন মৃতপুরী।
চৈতিকে এম্বুল্যান্স বাসায় দিয়ে বাচ্চাদের আলাদা রুমে থাকতে বলে গেল চৌদ্দদিন।
চৈতি চোখের জলে আল্লাহকে শুকরিয়া করে দূরে থেকে হলেও সন্তানদের মুখ দেখছি।
কিন্তু স্বামী ফিরবে কি ফিরবে না তা একমাত্র আল্লাহ্ই জানেন ।