ভারত থেকে কবি-মৌসুমী করের কবিতা “খেজুর গাছটা’’

84
মৌসুমী করের কবিতা “খেজুর গাছটা’’

খেজুর গাছটা

          মৌসুমী কর

শীত এলেই মনে পড়ে
খেজুর গাছটার কথা
উঠোনের খেজুর গাছটা
আমার শৈশবকে জড়িয়ে রেখেছিল
সকালে কলসী ভরে উপচে পড়তো
খেজুর রস
গাছের নীচে দাঁড়িয়ে সেই
ফোঁটা ফোঁটা খেজুর রস
হা করে খেতাম
দুহাত ভরে রোদ নিতাম
তার নীচে দাঁড়িয়ে।
তার ফুল দিয়ে খেলা করতাম
কালের গতিতে শহরে
খেজুর গাছ কমে যায়
আমাদের বাড়িটা পরিচিতি পায়
খেজুর গাছওয়ালা বাড়ি নামে
পরবর্তীতে আমাদের পালেও
আধুনিকতার হাওয়া লাগে
খেজুর গাছটা উধাও হয়ে যায়
কিন্তু প্রতি শীতে সে ধরা দেয়
আমার কাছে এসে
দুজন মিলে চলে যাই শৈশবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here